Recover Your Deleted Files-ফিরেয়ে আনুন আপনার ডিলেট করা যেকোন ফাইল একটি সফটওয়্যার দিয়ে।
আসসালামুয়ালাইকুম!সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আশা করি TechJan এর সাথেই আছেন।
আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো হারানো ফাইল ফিরিয়ে আনা নিয়ে বা Recover নিয়ে।
আমরা অনেকে দেখি ভুলে হোক বা ইছাকৃতভাবে আমরা কিছু ফাইল ডিলেট করে দেই। পরে হয়তো কোন সময় আমাদের সেই ডিলেটকৃত ফাইল আবার দরকার পড়ে। তখন হয়তো আমরা ছাইলেও অনেক সময় ফিরে আনতে পারিনা। এখন আমি যে সফটওয়্যারটি দেখাবো সেটি দিয়ে আপনি আপনার Memory Card, Computer Hard Dick বা যেকোন External Devices থেকে আপনার ফাইল ফিরে পাবেন। তবে এখানে একটা কথা আছে আপনার যে Devices বা ড্রাইভ থেকে ফাইল হারিয়ে যাবে সেটি যদি বেশি ব্যবহার করেন বা বার বার ফাইল ডিলেট বা লোড করেন তাহলে হয়তো পুরোনো কিছু ফাইল পাবেন না। তাই যদি Delete হয়ে যায় সেই ড্রাইভ ব্যবহার কম করলেই ভালো হয়।
তো যাই হোক কথা না বাড়িয়ে কাজে আসা যাক প্রথমে ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিন> [Click Here to Download]

তারপর ফাইলটিকে ইন্সটল করুন।

তারপর সফটওয়্যার Run করান।

কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন।
প্রথমে সফটওয়্যারটিকে Open করুন।
তারপর আপনি যে ধরনের ফাইল রিকোবার করতে চান সেটি Select করুন।
আমি এখানে Images সিলেক্ট করলাম।
তারপর Next বাটনে ক্লিক করুন।

তারপর আপনার ড্রাইভ সিলেক্ট করুন। যেখান থেকে আপনার ফাইল ডিলিট হয়েছিল।

তারপর ড্রাইভ বা মেমরি কার্ড, বা Flash Drive সিলেক্ট করুন এবং ওকে দিন।

তারপর আবার নেক্সট দিন।

তারপর Deep Scen টিক করেন দিন এতে আপনার ফাইল ঠিক মত খুজে পাবেন।
এবং Start ক্লিক করুন।

কিছুক্ষন অপেক্ষা করুন।

তারপর আপনার ফাইল শো করবে। আপনি যে ফাইল রিকোভার করতে চান সেটি সিলেক্ট করুন বা টিক দিন।
এবং Recover বাটনে ক্লিক করুন।

তারপর যেখানে ফাইলগুলোকে রাখতে চান সেটা সিলেক্ট করুন।

দেখুন আমার ফাইলগুলো রিকোভার হয়ে গেছে। এভাবে আপনি আপনার যেকোন ফাইল রিকোভার দিতে পারেন।
কাজ করবে ইনশাআল্লাহ।

সবাই ভালো থাকবেন, কোন সমস্যা হলে কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্দুদের সাথে শেয়ার করতে পারেন।
আর আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিন।
আল্লাহ হাফেজ।
English Version Here.
thanks
ReplyDelete