সকল প্রকার সফটওয়্যার ফ্রি পেতে এখানে আসুন

Add Youtube Tab on Facebook Page-আপনার ফেসবুক পেজের সাথে ইউটিউব চ্যানেল Tab যুক্ত করুন খুব সহজে।

আসসালামুয়ালাইকুম!
সবাই আশা করি ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালই আছি আপনাদের দোয়ায়।
আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজের সাথে অ্যাড করাবেন।
আমরা অনেক সময় দেখি কিছু ফেসবুক পেজে তাদের ইউটিউব চ্যানেল এর Tab অ্যাড করে রাখে এবং ফেসবুক থেকে তাদের ইউটিউব চ্যানেল শো করে কিন্তু আমরা অনেকেই হয়তো যানিনা কিভাবে এটা করে। এই পোস্ট মূলত তাদের জন্য যারা এখনো জানেন না। আর যারা জানেন তারা ১০০ হাত দূরে থাকুন :) 

তো শরু করা যাক...............।।

প্রথমে এই লিঙ্কে যান https://www.facebook.com/youtubetabapp/ বা ফেসবুক আইডি লগিন করুন। এবং ফেসবুকে ডুকুন।

তারপর Youtube Tab লিখে Search দিন। 


তারপর এটায় প্রবেশ করুন। 


তারপর Use App বাটনে ক্লিক করুন।


তারপর যে পেজে আপনি Youtube Tab যুক্ত করতে চান সেটি Select করুন। 
এবং Add Page Tab বাটনে ক্লিক করুন। 

তারপর কিছুক্ষন অপেক্ষা করুন। 


দেখুন এই খালি Box টায় আপনার চ্যানেল এর আইডি বসান। 


নিচের Screenshot দেখুন কিভাবে চ্যানেল এর আইডি পাবেন। 


তারপর এখানে আবার পেস্ট করুন। 


এখানে আপনি Header Images দিতে পারেন। তার জন্য browse ক্লিক করুন। 


যে ইমেজটা দিবেন সেটা select করুন। 


তারপর Save Settings ক্লিক করুন। 


তারপর দেখুন আপনার পেজে ইউটিউব ট্যব শো করছে। 

দেখুন চাইলে এখান থেকে যেকোন ভিডিও প্লে করা যাবে। 


সবাই ভালো থাকবেন, TechJan এর সাথেই থাকবেন।
পূর্বে আমি এই পোস্টটি আমার এই সাইটে English এ পোস্ট করেছিলাম। 
সবাই ঘুরে আসতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন।

আল্লাহ হাফেজ। 

No comments