সকল প্রকার সফটওয়্যার ফ্রি পেতে এখানে আসুন

Use Android MIC for PC-কিভাবে Android ফোন কে microphone হিসেবে ব্যহহার করবেন।

সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।সব সময় ভাল থাকার চেষ্টা করি।
আজ আমরা এমন একটি টিপস দেখব যেটা দিয়ে আপনি আপনার Android মোবাইলকে খুব সহজে microphone বানাতে পারেন।

পিসির জন্য Microphone কিনে টাকা নষ্ট করার প্রয়োজন হবে না। খুব সহজেই আপনি আপনার Android Device টিকে Microphone হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনার Microphone Noise Free সাউন্ড পাবেন।এবং আমরা যারা ভিডিও টিউটোরিয়াল বানাতে চাই বা যে কোন ভিডিও ডবিং করতে চাই অথবা অন্য কোন কাজের জন্য এটি ব্যবহার করতে পারি। এটা Loud Sound হিসেবে ও কাজ করবে। এর সাহায্যে আপনি wifi, Bluetooth, usb যে কোন ভাবে ব্যবহার করতে পারবেন।
দেখুন কিভাবে তা বানানো যায়

প্রথমে কম্পিউটার এবং Android এর জন্য  এই লিংক থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন। বা এন্ডয়েড এর জন্য google play store থেক ow mic client সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হওয়ার পর প্রথমে পিসির যে সফটওয়্যার গুলো ডাউনলোড করলেন সেগুলো ইন্সটল করুন।
১। wow mic client
২। wow mic driver

তারপর মোবাইলের সাথে ডাটা কেবল বা wifi দিয়ে পিসির কানেক্ট করুন।
এবং usb অপসনে গিয়ে MTP তে দিন।
তারপর সেটিংসে গিয়ে Usb Debagging চালু করে দিন।
মোবাইল থেকে সফটওয়্যার টি ওপেন করুন।
এখানে সেটিংসে ক্লিক করুন।
এখানে Transport এ ক্লিক করুন।
এখনে আপনি যেভাবে ব্যবহার করতে চান সেটাতে ওকে দিন।
তারপর Start  এ ক্লিক করুন।
তারপর আপনার পিসি থেকে ow mic সফটওয়্যার টি ওপেন করুন।
তারপর Connections থেকে connect ক্লিক করুন।
যেভাবে ব্যবহার করতে চান সেটাতে ক্লিক করে ওকে দিন।
ইউএসবি ব্যবহার কারিরা এরকম একটা সমসসায় পরতে পারেন।
এরকম একটা message আসতে পারে। আসলে ইউএসবি খুলে আবার লাগিয়ে নিন।
যদি না হয় তাহলে Adb Driver Install করুন এখান থেকে
তারপর ইন্সটল করে ওপেন করুন।
দেখবেন আপনার Driver শো করসে। install বাটনে ক্লিক করলে আপনার ড্রাইভারটী ইন্সটল হয়ে যাবে।আশা করি সমসস্যা হবে না।
তারপর আবার ow mic ওপেন করে connect দিন।
এরকম একটা windw আসবে আপনার মোবাইলে। অকে দিন কানেক্ট হয়ে যাবে।
বেস আপনার কাজ শেষ, এখন মোবাইলে কথা বলে যে কোন সফটওয়্যার থেকে Voice Record ও অন্ন্যন্ন কাজ করতে পারবেন।

আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ।

No comments