সকল প্রকার সফটওয়্যার ফ্রি পেতে এখানে আসুন

কিভাবে খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন (How to Change Video Background Green Screen Bangla Tutorial)

আসসালামুয়ালাইকুম!
সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লার রহমতে ভালই আছি।

আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হল কিভাবে আপনি খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন বা ভিডিওর সবুজ বা যেকোন ব্যকগ্রউন্ড রিমোভ করবেন।

আমরা অনেক সময় দেখি ভিবিন্ন মুভি বা ইংলিশ মুভির সুটিং Green পর্দা দিয়ে করে এবং পুরো রুম Green পর্দা দিয়ে একাকার করে ফেলে, তো এর কাজ হল যেই Green পর্দা দিয়ে করে সেটি Object হিসেবে থাকে এবং যারা নায়ক নায়িকা তাদের অন্য একটা জায়গায় নিয়ে যায় যেমন তারা থাকে একটা রুম এর ভেতর কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় সাগরের মাজখানে। আপনারা অনেকেই হয়তো টাইটানিক মুভিটি দেখেছেন সাগরের মধ্য ডুবে যাওয়ার যে সিনটি দেখানো হয় আসলে তারা সাগরে থাকেনা তারা থাকে এরকম একটা Green রুমে এবং তাদের রুমের ব্যাকগ্রাউন্ড মুচে দিয়ে তাদের অন্য জায়গায় নেওয়া হয়। আশা করি সবাই বুজতে পেরেছেন কি বুজাতে চেয়েছি। তো যারা মূলত এরকম যেকোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মুচতে চান তাদের জন্য অনেক দরকারি একটি ভিডিও এটি।

এবং এই কজটি আপনি আপনার Camtasia 9 Video Studio দিয়ে করতে পারেন।

যাইহোক ভিডিওটি ভালো লগলে Like, Comment, Subscribe করবেন চ্যানেলটি।
আর যাদের কাছে এই সফটওয়্যার টি নেই তারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আশা করি সবাই বুজতে পেতেচেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 

No comments